কলকাতা: সারাদেশে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। নেতাজি জন্মজয়ন্তীতে বাংলায় টুইট করে ভোটের আগে বাঙালির মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শনিবার টুইটে লেখেন, ‘আজ বীর-কেশরী সুভাষচন্দ্রকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেতাজি ভবনে যাওয়ার সৌভাগ্য হল। কলকাতা নেতাজির নিজের শহর। পৌরপ্রধান হিসেবে এই শহরের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।‘
আজ বীর-কেশরী সুভাষ চন্দ্র কে শ্রদ্ধা নিবেদনের জন্য নেতাজি ভবনে যাওয়ার সৌভাগ্য হল। কলকাতা নেতাজির নিজের শহর। পৌর প্রধান হিসেবে এই শহরের উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন #ParakramDivas pic.twitter.com/vzvrEIxFJO
— Narendra Modi (@narendramodi) January 23, 2021
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এদিন সাড়ম্বরে উদযাপিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। শনিবার এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর প্রমুখ। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘পরাক্রম ও প্রেরণার প্রতীক নেতাজি। স্বাধীন ভারতের স্বপ্নকে নতুন দিশা দেন তিনি।‘
উল্লেখ্য, ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি-তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল। মাঝেমধ্যেই এরাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মতো দলের শীর্ষ স্থানীয় নেতারা। সমানভাবে তৎপর ঘাসফুল শিবিরও। ভোটের আগে সবপক্ষই বাঙালির মন জয়ের চেষ্টায় ব্যস্ত। বিশেষত বাঙালি মনীষীদের জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে গেরুয়া ও ঘাসফুল শিবিরে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এবার বাঙালির নেতাজি-আবেগ ছোঁয়ার চেষ্টা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বাংলায় টুইট করেন। ভোটের আগে বাঙালির মন জয়ের লক্ষ্যেই প্রধানমন্ত্রীর বাংলায় টুইট বলে মনে করছে রাজনৈতিক মহল।