নয়াদিল্লি: মঙ্গলবার বিকাল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাত ১০টা ১৯ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিকেল ৪টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।’
লাদাখে ভারত-চিন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। এরই মাঝে সোমবার টিকটক, শেয়ার ইট সহ ৫৯টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার দেশবাসীকে কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে সকলের।
Prime Minister @narendramodi will address the nation at 4 PM tomorrow.
— PMO India (@PMOIndia) June 29, 2020
অনেকের মতে, চিন নিয়ে বিশেষ কোনও বার্তা দেবেন প্রধানমন্ত্রী। কারণ মঙ্গলবার চুসুলে ভারত-চিনের কোর কমান্ডার পর্যায়ের বৈঠক রয়েছে। জুলাইয়ের শেষ দিকে ভারতে রাফায়েল যুদ্ধবিমান আসছে। তাই রাফায়েলের পাশাপাশি আত্মনির্ভর ভারতের মতো বিষয়ও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আনলক-১ এর মেয়াদ শেষ হতে চলেছে। আনলক-২ তে কী কী বিধি মেনে চলতে হবে সেসব নিয়েও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।