ডিজিটাল ডেস্কঃ করোনা পরিস্থিতিতে বলিউড থেকে টলিউড ছবি মুক্তি বন্ধ থেকেছে দীর্ঘদিন। আপাতত পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষণা হচ্ছে। এবার অক্ষয় কুমার তার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’ এর মুক্তির তারিখ ঘোষণা করলেন। অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’ কবে মুক্তি পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ‘পৃথ্বীরাজ’ ছবি মুক্তি পেতে চলেছে জুনের প্রথম সপ্তাহ। অক্ষয় কুমার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, আগামী ৩ রা জুন বড় পর্দায় আসছে ‘পৃথ্বীরাজ’। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও এই ছবি মুক্তি পেতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই অক্ষয় কুমারের ছবি মানেই থাকবে চমক। আর সেই চমকের অপেক্ষায় তাঁর অগণিত ভক্ত।
আরও পড়ুনঃ নতুন অবতারে ঐশ্বর্য, প্রকাশ্যে মণিরত্নমের নয়া ছবির ফার্স্ট লুক