ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরে চর্চা ছিল অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ ছবিটি। অবশেষে এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার। এই ছবিতে অক্ষয় কুমার অভিনয় করছেন পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়।অক্ষয় কুমারের বিপরীতে থাকছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। তিনি বলিউডের এই ছবির সঙ্গেই তিনি বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন। নির্ভীক এবং পরাক্রমশালী হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরগাথার ছবি ধরা পড়েছে। এই ছবিতে রাজা পৃথ্বীরাজ চৌহান নয়, বরং প্রেমিক পৃথ্বীরাজ চৌহানকেও এই ছবিতে দেখা যাবে। মানুষী চিল্লার ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সোনু সুদ এবং সঞ্জয় দত্ত। মহম্মদ ঘুরীর ভূমিকায় অভিনয় করছেন মানব ভিজ। আগামী ৩ রা জুন এই ছবিটি মুক্তি পাবে। হিন্দি ভাষার পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও এই ছবি মুক্তি পাবে। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন দর্শকরা।
আরও পড়ুন : দখলমুক্ত অভিযান ঘিরে উত্তেজনা শাহিনবাগে