মুম্বই, ১২ মার্চঃ এখনও রিলিজ হয়নি প্রথম ছবিও। শোনা যাচ্ছে চোখের ছলাকলায় রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা প্রিয়া নাকি এবার নাম লেখাতে চলেছে বলিউডেও। তাও অভিনয় করবেন নিজের পছন্দের অভিনেতা স্বয়ং রণবীর সিংয়ের বিপরীতে!
জানা গিয়েছে, করন জোহারের প্রযোজনায় রোহিত শেট্টির পরবর্তী ছবি সিম্বায় রয়েছেন রণবীর সিং। এই ছবিতেই নায়িকা হিসেবে ভাবা হচ্ছে প্রিয়ার কথা। চলতি বছর ডিসেম্বরের ২১ তারিখ এটি মুক্তি পাওয়ার কথা।
- Advertisement -
সূত্রের খবর, এই ছবিতে খুব একটা বড়ো ছরিত্র নয় প্রিয়ার। সে যাই হোক না কেন, প্রিয়ার এই ক্রেজকে কাজে লাগাতে চলেছেন করন জোহার।