মুম্বই, ১৮ অগাস্টঃ শেষপর্যন্ত প্রিয়াঙ্কার জীবনে আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। জানা গিয়েছে, নিকের সঙ্গে প্রিয়াঙ্কার আংটি বদল আগে হয়ে গেলেও এদিনই বাগদানের জন্য প্রিয়াঙ্কার মুম্বইয়ের জুহুর বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে চোপড়া ও জোনাস পরিবার।
- Advertisement -
এদিকে প্রিয়াঙ্কার-নিকের বাগদান অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সকাল থেকে তোড়জোর শুরু হয়েছিল। শুক্রবার রাত থেকেই প্রিয়াঙ্কার বাড়িকে ফুল দিয়ে সাজিয়ে তুলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল ১০টাতে হয়েছে ‘রোকা সেরিমনি’। ইতিমধ্যেই প্রিয়াঙ্কার বাড়িতে পূজোর অনুষ্ঠানও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে নানান সামগ্রী গাড়ি থেকে প্রিয়াঙ্কার বাড়ির সামনে নামাতেও দেখা গিয়েছে।