লস অ্যাঞ্জেলস, ২১ জুনঃ উদ্বাস্তু শিশুদের হয়ে জোরালো সওয়াল করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, হিংসা ও স্থানান্তরের ফলে শিশুদের একটা গোটা প্রজন্মকে বিশ্ব হারাতে পারে না। বুধবার বিশ্ব উদ্বাস্তু দিবস উপলক্ষ্যে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা সেই সব শিশুদের সমর্থন করতে এগিয়ে আসেন, যারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
সম্প্রতি, জর্ডান থেকে বাংলাদেশ দেশের বিভিন্ন উদ্বাস্তু শিবিরে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামেও ভিডিয়ো শেয়ার করে ওই শিশুদের সহায়তা করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।
- Advertisement -