বেলাকোবা: জলপাইগুড়ি জেলার অন্যতম বড়ো হাট ও কৃষি মন্ডি হিসেবে স্বীকৃতি পেয়েছে শিকারপুর হাট। তবে এই হাটের একাধিক সমস্যার সমাধান এখনও হয়নি বলে অভিযোগ বিক্রেতা এবং ক্রেতাদের। ব্যবসায়ী সমিতির সভাপতি নকুল গুহ জানান, সোমবার ও বুধবার হাট বসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন। ক্রেতাদের আনাগোনাও থাকে সকাল থেকে রাত অবধি। পাশাপাশি, শৌচাগার অপরিচ্ছন্ন হওয়ায় ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় বলেই জানিয়েছেন হাট ব্যবসায়ীরাই। এমনকি মহিলাদের জন্যও নেই কোনও শৌচাগারের ব্যবস্থা। কাপড়ের ব্যবসায়ী রঞ্জিত ভৌমিক জানান, টোল ট্যাক্সের রসিদ দেওয়া হলেও তাতে তারিখ এবং স্বাক্ষরের কোনও উল্লেখ থাকে না। জলপাইগুড়ি ডিসট্রিক্ট রেগুলেটেড মার্কেট অথরিটির সচিব উত্তম ভৌমিক জানান, পানীয় জল এবং শৌচালয়ের সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভুট্টা খেতে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ১০০টি হাতির দল, আতঙ্ক এলাকায়