ঘোকসাডাঙ্গা: থমকে ১০০ দিনের কাজ। কাজ শুরুর দাবিতে মঙ্গলবার কোচবিহার চা বাগান এলাকার ১৬ নম্বর সংসদের বিজেপির পঞ্চায়েত সদস্যা রিনা ওঁরাও-এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ইতিমধ্যে এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙ্গা–২ ব্লকের অন্তর্গত বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে এলাকায় তেমন কোনও কাজ করেনি পঞ্চায়েত সদস্যা। বর্তমান সময়ে বাগানে চা গাছ কাটিং চলছে, তাই অনেক শ্রমিক কাজ হারিয়েছেন।এই পরিস্থিতিতে বাগান শ্রমিকদের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েতের তরফে একশো দিনের কাজের বন্দোবস্ত করা হয় বাগান এলাকায়। কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্যা মিথ্যা অভিযোগ তুলে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়ে কাজ আটকে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য লালুয়া ওঁরাও-এর। তবে, পঞ্চায়েত সদস্যা রিনা ওঁরাও-এর বক্তব্য, কাজ বন্ধ করানো হয়নি। সবাই কাজ করুক, সেটাই কাম্য। কিন্তু তাঁরা যে ১০০ দিনের কাজ করছে তা জানা নেই। তাঁর অভিযোগ, তিনি পঞ্চায়েত সদস্য হলেও তাঁকে বাদ দিয়েই কাজ করা হচ্ছে। বিষয়টি তিনি লিখিতভাবে ব্লক প্রশাসনকে জানিয়েছিলেন।
এবিষয়ে মাথাভাঙ্গা–২ এর বিডিও উজ্জ্বল সর্দার জানিয়েছেন, কাজ বন্ধ হওয়ার ব্যাপার নেই।তবে একটা অভিযোগ জমা পড়েছে, তা খতিয়ে দেখে দ্রুত কাজ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial