গয়েরকাটা, ২৮ সেপ্টেম্বরঃ মহালয়া উপলক্ষ্যে শনিবার গয়েরকাটায় ঢাক সহকারে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। গয়েরকাটার সুভাষপল্লি মহিলা পরিচালিত পুজো কমিটির উদ্যোগে এদিন সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন এলাকার কচিকাচা সহ প্রায় ৩০০ মহিলা। শোভাযাত্রাটি সমগ্র গয়েরকাটা পরিক্রমা করে। শোভাযাত্রার পাশাপাশি চলমান চন্ডিপাঠের আয়োজনও করা হয়।