হেলাপাকড়ি: দলীয় প্রার্থীর সমর্থনে ডিজে বাজিয়ে নির্বাচনি প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শনিবার পদমতি-২ অঞ্চল এলাকায় ভোট প্রচারে যান ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায়। বিকেলে তিনি দলের পদমতি-২ অঞ্চল কার্যালয়ে পৌঁছোন। দলের ময়নাগুড়ি-২ নম্বর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত সহ অন্য তৃণমূল নেতারা প্রার্থীর সঙ্গে ছিলেন।
প্রার্থীর নির্বাচনি প্রচারকে ঘিরে সকাল থেকে প্রস্তুতি শুরু করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। দলীয় পতাকা, ফ্লেক্স লাগানোর পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও করা হয় দলীয় কার্যালয়ের সামনে। দলীয় প্রার্থীর সমর্থনে সন্ধ্যায় প্রথমে একটি প্রচার মিছিল বের করা হয়। প্রার্থীকে সঙ্গে নিয়ে দলের নেতা, কর্মী ও সমর্থকরা মিছিলে শামিল হন। দলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি হেলাপাকড়ি হাট পরিক্রমা করে ধানহাটি মাঠে এসে শেষ হয়। তারপর দলীয় কার্যালয়ের সামনে ডিজের তালে প্রার্থীর সমর্থনে স্লোগান তুলে উল্লাসে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা।

এদিনের প্রচার মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ও তাঁদের উন্মাদনা দেখে আপ্লুত প্রার্থী মনোজ রায়। তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের যে সারা মিলছে, তাতে জয়ের ব্যাপারে আমি একশোভাগ আশাবাদী।’