মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল এসইউসিআই(সি) এর কৃষক সংগঠন সারা ভারত কিষান খেতমজুর সংগঠনের মিছিল ও কৃষক সমাবেশ। বৃহস্পতিবার কৃষকদের স্বার্থে অবিলম্বে একটি হিমঘর স্থাপন করার দাবিতে মেখলিগঞ্জ শহরে একটি সুসজ্জিত মিছিল করা হয় সংগঠনের তরফে। এরপর মেখলিগঞ্জ বাজারে একটি সমাবেশেরও আয়োজন করা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে যে সরকারের পরিবর্তন হলেও কৃষকদের দুর্গতি কমেনি। ফসলের দাম না পেয়ে ঋণগ্রস্ত হয়ে লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অথচ কোনও সরকারই কার্যকর ব্যবস্থা নেয়নি। এই সমস্ত অভিযোগে এবং মেখলিগঞ্জে অবিলম্বে কৃষকদের স্বার্থে একটি হিমঘর স্থাপন করার দাবিতে এদিনের কর্মসূচি। সমাবেশে সারা ভারত কিষান ও খেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান, মদন সরকার, রুহুল আমিন প্রমুখ নেতারা কেন্দ্র এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘সারের ব্যাপক কালোবাজারি রুখতে আগামী দিনে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলা হবে।‘ এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন এস.ইউ.সি.আই(সি) দলের কোচবিহার জেলা সম্পাদক শিশির সরকার।
গোরু পাচারে দায়ী স্বরাষ্ট্রমন্ত্রক অনুব্রত নয়, রয়েছে রাজনৈতিক অভিসন্ধি, মন্তব্য উদয়ন গুহের
কোচবিহারঃ যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় ৪২ দিনের জেল খাটা আসামী, সে দেশে তো সীমান্ত পেরিয়ে গোরুপাচার হবেই। অনুব্রত...
Read more