ডিজিটাল ডেস্ক : সদ্যই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। বিপ্লব দেবের ইস্তফা দেওয়ার পেছনে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে। তবে এর মধ্যেই বিপ্লব দেবের স্ত্রী অভিযোগ করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার নাম নিয়ে একটি মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিপ্লব দেবের স্ত্রী নীতা দেব দাবি করেছেন যে রিপোর্টটি সামনে আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। নেট মাধ্যমে এই ভুয়ো অভিযোগ প্রচার চলছে। আর তার ফলে তাঁদের সামাজিক সম্মানহানি হচ্ছে। ইতিমধ্যে আগরতলা থানা অফিসার সুব্রত চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিপ্লব দেবের স্ত্রীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : অসমে বন্যার জেরে বন্ধ রেল, ফ্লাইটে যেতে চাইলে অতিরিক্ত ভাড়া