উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমা জগতে নক্ষত্রপতনের খবরটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee) পেলেন বিদেশে বসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জানান। এরপরই কার্যত স্বজন বিয়োগের কষ্ট অনুভব করেছেন বলে জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের কথায় তরুণ মজুমদার আর নেই, এই কথা শুনেই তিনি ভেঙে পড়েছেন। একে একে বাংলা ছবির ভাঁড়ার কেমন নিঃশেষ হয়ে আসছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তরুণ মজুমদার(Tarun Majumdar) ছিলেন ‘তনু জেঠু’। প্রসেনজিতের স্মৃতিচারণ, হাতে ধরে তাঁকে কাজ শিখিয়েছিলেন তরুণ মজুমদার। তরুণ মজুমদারের পরিচালনায় ‘পথভোলা’, ‘আপন আমার আপন’ ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছবি রাহগীরে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করেন প্রসেনজিৎ। কার্যত মহীরুহের মতো তাঁকে আগলে রেখেছিলেন বর্ষীয়ান পরিচালক। মৃত্যুর পর প্রসেনজিতের উপলব্ধি এটাই। উল্লেখ্য গত কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান চিত্রপরিচালক। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। যদিও সকলের চেষ্টা ব্যর্থ করে আজ সকালেই ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন : পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের