দিনহাটা: মঙ্গলবার রাতে দিনহাটার (Dinhata) ভেটাগুড়িতে দলীয় কার্যালয়ে হামলা ও দলের কর্মীদের দিকে তির ছোড়ার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধিক্কার মিছিল করল তৃণমূল। বুধবার সকালে ভেটাগুড়ির তৃণমূল কার্যালয় থেকে ওই মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তৃণমূলের ভেটাগুড়ি-১ অঞ্চল সহ সভাপতি কৃষ্ণ রায় মণ্ডল জানান, গতকাল রাতে যেভাবে তৃণমূল কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে তির ছোড়া হয়েছে সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন মিছিল করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ভেটাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে তির ছোড়া হয়। এতে জখম হন তৃণমূলের অঞ্চল সভাপতি অনন্ত বর্মন সহ তিনজন। আহতদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কোচবিহারে মেডিকেলে রেফার করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।