ঘোকসাডাঙ্গা: আদিবাসী মহিলার রহস্যমৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব আদিবাসীদের সংগঠন জয় বিরসা মুন্ডা উলগুলান। গত ২১ মার্চ মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি এলাকায় ভুট্টা খেত সংলগ্ন পরিত্যক্ত জমি থেকে বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় এক আদিবাসী মহিলাকে উদ্ধার করা হয়। পরে কোচবিহার(coochbehar) এমজেএন হাসপাতালে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের বুড়ি তোর্ষা নদীর ওপারে প্রত্যন্ত গ্রাম লাফাবাড়িতে জয় বিরশা মুন্ডা উলগুলানের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলকারীরা পরে ঘোকসাডাঙ্গা থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে। এব্যাপারে জয় বিরশা মুন্ডা উলগুলানের প্রতিষ্ঠাতা সভাপতি কিশোর কুজুর জানান, ‘পুলিশ এখনও গোটা ঘটনার কিনারা করতে পারেনি। তাই এই ঘটনার কিনারা করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি।’
আরও পড়ুন : ধানের বীজ সংরক্ষণে কৃষকদের হাতেকলমে প্রশিক্ষণ জটেশ্বরে