হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) নবনির্মিত আইটিআই কলেজ ভবন পরিদর্শন করতে এসে বিক্ষোভে মুখে অধ্যক্ষ ও বিডিও। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি এই কলেজটি এদিন পূর্ত দপ্তরের হাত থেকে কারিগরি শিক্ষা দপ্তরের হাতে হস্তান্তর করা হয়। সেই উপলক্ষ্যে কলেজ পরিদর্শনে এসে জোড়া বিক্ষোভের মুখে পড়েন মালদা আইটিআই কলেজের অধ্যক্ষ তপন কুমার দত্ত এবং হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ এবং প্রশাসনিক কর্তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় কলেজের জমিদাতা সংস্থা, সংগঠন সমিতি এবং স্থানীয় ব্যবসায়ীরা।
তাদের বক্তব্য, কলেজ পরিদর্শনের কথা জমিদাতা সংগঠনকে বিন্দুমাত্র জানানোর প্রয়োজন মনে করেনি প্রশাসন। এমনকি কলেজকে ঘিরে তাদের যে সমস্ত দাবিদাওয়া ছিল তাও পূরণ করা হয়নি। তাঁদের দাবিপূরণ না হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। অন্যদিকে এই কলেজের প্রাচীর নির্মাণের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার জন্য কলেজের জমিতে থাকা প্রায় চল্লিশটি দোকানকে জায়গা খালি করার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিন এই উচ্ছেদ হতে যাওয়া ব্যবসায়ীরা অধ্যক্ষ এবং বিডিওকে ঘিরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখান। অবিলম্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের। মালদা আইটিআই কলেজের অধ্যক্ষ তপন কুমার দত্ত বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এদিন কলেজ আমাদের হাতে হস্তান্তর করা হল। আগামী আগস্ট মাস থেকে পঠনপাঠন শুরুর সম্ভাবনা রয়েছে।’ তবে বিক্ষোভ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, ‘ব্যবসায়ীদের জন্য বিকল্প কিছু করা যায় কিনা সেই চিন্তাভাবনা চলছে। প্রশাসনিক স্তরে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’
আরও পড়ুন: Malda | বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ