ডিজিটাল ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড় চলছে। ইতিমধ্যেই এই দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের সমস্ত বিরোধীরা। আর বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাদবপুরে ব্যাপক অশান্তি ছড়াল। কার্যত জানা গিয়েছে, বিজেপির প্রতিবাদ মিছিলে একটি ভ্যানে প্রতীকী জেলের আদল তৈরি করা হয় এবং সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পড়ে এক বিজেপি সমর্থককে দেখা যায়। এই নিয়েই শুরু অশান্তি। বিজেপি সমর্থকদের দাবি, এই প্রতীকী ভ্যান ভেঙে দেয় পুলিশ। অন্যদিকে জানা যাচ্ছে, বিজেপি সমর্থকরা পুলিশকে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি এবং এই হাতাহাতিতে যাদবপুর থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দুঃস্থদের সাহায্যের নামে কোটি টাকার প্রতারণা!
চাঁচল: মোটা অংকের টাকা পাইয়ে দেওয়ার নামে গতবছর জানুয়ারি মাসে ব্যাংকের একটি শাখা খুলেছিল চাঁচলের এক বাসিন্দা ফারুক প্যাটেল। গ্রাহকদের...
Read more