দিনহাটা: বকেয়া ডিএ’র দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দিনহাটা(Dinhata) শাখার উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। বুধবার দিনহাটা আদালতে দু’ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির জেরে আদালতে কাজকর্ম থমকে যায়। সংগঠনের দিনহাটা শাখার সম্পাদক অরুপ পাল বলেন, ‘হাইকোর্টের রায় মেনে রাজ্য সরকার যদি বকেয়া ডিএ না দেয়, তাহলে আগামীতে বৃহওর আন্দোলন করা হবে।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : পুণে থেকে প্রদর্শনীতে এসেছে এই বিশেষ ফুল গাছ, দাম শুনলে চমকে উঠবেন…