আসানসোল: কুলটি এফসিআই গোডাউন থেকে খাদ্যসামগ্রী লোডিংয়ে বাইরের গাড়ি নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় ট্রাক চালকরা। সোমবার দুপুরে সীতারামপুর স্টেশন রোডে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই গোডাউনে বিক্ষোভ হয়। জানা গিয়েছে, লোডিং-আনলোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় ট্রাকের বদলে বাইরের গাড়ি দিয়ে লোডিং করার পরিকল্পনা করেছেন। বিষয়টি জানতে পেরেই এদিন ৫০ জনেরও বেশি ট্রাক চালক সমবেত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা রাজু আলুওয়ালিয়া নিয়ামতপুর এফসিআই গোডাউনে আসেন। সেখানে তিনি ট্রাক চালকের সঙ্গে কথা বলেন। পরে ফোনে তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তিনি জানান, এখান থেকে স্থানীয় ট্রাক চালকরাই খাদ্য সামগ্রী লোডিং করবে। কোনওভাবেই বাইরের কোনও ট্রাককে এখানে ঢুকতে অনুমতি দেওয়া হবে না। যদিও সংশ্লিষ্ট ঠিকাদার এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।