মেটেলি: বিজেপির পঞ্চায়েত সদস্যদের ঠিকঠাকভাবে কাজ দেওয়া হচ্ছে না, গ্রাম পঞ্চায়েতে তাদের সম্মানও দেওয়া হয় না। এমনকি বিজেপির পঞ্চায়েত সদস্যরা নিজের এলাকার সমস্যার সমাধানের দাবি জানালেও তাঁদের দাবিকে মান্যতা দেওয়া হচ্ছে না। এই সমস্ত অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হল। শুক্রবার বিজেপির মেটেলি আপার মণ্ডল কমিটির তরফে মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতে ওই বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়। বিজেপির মেটেলি আপার মণ্ডল কমিটির সভাপতি অমিত ছেত্রী বলেন, ‘গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে আছে। যেভাবে তৃণমূলের সংসদে কাজকর্ম হচ্ছে সেইভাবে বিজেপির সংসদে কাজ দেওয়া হচ্ছে না। কাজের ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে। তাঁরা কাজের দাবি জানালেও সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না। গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যকে সমানভাবে কাজ দেওয়ার দাবি জানানো হয়েছে প্রধানকে। এরপরেও যদি একই রকমভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।‘ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শান্তি মানকিমুন্ডা। তিনি বলেন, ‘গ্রাম পঞ্চায়েতে সকল সদস্যদের সঙ্গে আলোচনা করেই যাবতীয় কাজকর্ম করা হয়। কাজের ক্ষেত্রে কোনও রাজনীতি করা হয় না।‘
আরও পড়ুন : প্রাক্তন পুর চেয়ারম্যান বীরেন কুণ্ডুর জন্মদিবস পালন কোচবিহারে