গয়েরকাটা: জমি দখল সহ একাধিক অভিযোগে এক পঞ্চায়েত কর্মীর বাড়ির সামনে ধর্নায় বসলেন মহিলারা। গয়েরকাটার শান্তিনগর এলাকায় শনিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত মহিলা সুচিত্রা দেবনাথ দত্ত ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী।
বিক্ষোভকারী মহিলাদের দাবি, পঞ্চায়েতের কর্মী হওয়ার সুবাদে ওই মহিলা এলাকায় জমি দখল, নির্মাণকাজে বাধা, সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার মতো নানা অনৈতিক কাজ করছেন। মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা। কিন্তু তারপরও পুলিশ কোনও পদক্ষেপ করছে না। এদিন বিক্ষোভ শুরু হতেই পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করে নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায়। যদিও অভিযুক্ত মহিলা সুচিত্রা দেবনাথ দত্ত জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। বানারহাট থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।