রায়গঞ্জ: কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের(Agnipath Scheme) বিরোধিতায় কার্যত দেশের ১৩টি রাজ্যে বিক্ষোভের আঁচ পড়েছে। এই প্রকল্পের বিরোধিতায় সোমবার বামদলগুলি সহ একাধিক গণসংগঠন ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছিল। যদিও এদিন রায়গঞ্জে(raiganj) এই বনধের কোনও প্রভাব পড়েনি। সরকারি-বেসরকারি বাস ও ট্রেন চলেছে, দোকান-বাজার সব খোলা ছিল এবং কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে এদিন রায়গঞ্জ শহরে অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে পথে নেমেছিল বামপন্থী ছাত্র-যুবরা। এদিন শিলিগুড়ি মোড়ে মিছিল শুরু হয়। মিছিলটি শহর ঘুরে রায়গঞ্জ রেলস্টেশনে এসে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ দেখায়। এই কর্মসূচি ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য স্টেশন চত্বরে রেলওয়ে ও রাজ্য পুলিশ মোতায়েন ছিল। স্টেশন চত্বরে সভা করে অগ্নিপথ প্রকল্পের বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন নেতৃত্ব। পাশাপাশি এই প্রকল্প বাতিল না করলে বড়সড়ো আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, ‘আজ যে বনধ ডাকা হয়েছে অধিকাংশ মানুষ জানে না। বনধ পালনের ব্যাপারে আবেদন জানাতে কাউকে দেখিনি। তাই আজ সব কিছু স্বাভাবিক ছিল। বিজেপি অবশ্য বাম ছাত্র-যুবদের আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির শহর মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী বলেন, ‘কেন্দ্রীয় সরকার ছাত্র-যুবদের জন্য নতুন প্রকল্প নিচ্ছে। বামপন্থীরা তা সহ্য করতে না পেরে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছে। আগামীতে বামেদের আর খুঁজে পাওয়া যাবে না।’
আরও পড়ুনঃ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে আশ্রয় দুটি হাতির, আতঙ্কে বাসিন্দারা