পলাশবাড়ি: র্যাশন সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন গ্রাহকরা। বৃহস্পতিবার পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর গ্রামের ১৩/২৪৮-২৪৯ নম্বর বুথে ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। দুপুরের পর র্যাশন সামগ্রী বন্টন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিন সকাল থেকে যোগেন্দ্রনগর নিউ প্রাইমারি স্কুলে দুয়ারে র্যাশন দেওয়া শুরু হয়। ৪০-৫০ জনের মতো গ্রাহক র্যাশন সামগ্রী পান। এরপরই সামগ্রী শেষ হয়ে যায়। এদিকে তখনও ৫০-৬০ জনের মতো গ্রাহক লাইনে দাঁড়িয়ে। অভিযোগ, ওই গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয়। তাঁদের পরে র্যাশন দোকানে গিয়ে সামগ্রী নিয়ে আসতে বলা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। আঙুলের ছাপ নেওয়ার পরও সামগ্রী না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। তাঁদের বক্তব্য, এখানে এদিনই সামগ্রী দিতে হবে। র্যাশন ডিলারের প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়ের বক্তব্য, এদিন র্যাশন দেওয়া হচ্ছিল। র্যাশনের সামগ্রী শেষ হয়ে যায়। পরে ফের সামগ্রী নিয়ে আসা হলে তা বন্টন করা হয়। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য বীরেন্দ্রনাথ বর্মন জানান, আঙুলের ছাপ নিয়ে র্যাশন সামগ্রী না দেওয়ার অভিযোগ অনেক গ্রাহক জানিয়েছেন। বিষয়টি প্রশাসনের ওপরমহলে জানানো হবে। এলাকার গ্রাহকদের যাতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করা হবে বলে জানান আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির যোগেন্দ্রনগরের সদস্য গৌতম সরকার। পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সরোদিনি বর্মনের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।