বীরপাড়া: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়ার লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ এখনও তৈরি করা হয়নি। ফলে লেভেল ক্রসিংয়ের যানজটে আটকে অসুস্থদের মৃত্যুর খবর প্রায়ই শোনা যাচ্ছে। রবিবার এক বাংলাদেশি ফুটবলার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেলগেট বন্ধ ছিল। সেইসময় ২০ মিনিট আটকে থাকে গাড়ি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার লেভেল ক্রসিংয়ে বীরপাড়া লঙ্কাপাড়া রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এদিন তাঁরা বিক্ষোভে শামিল হয়ে ওভারব্রিজ তৈরির দাবি জানান। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছেন।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।