রায়গঞ্জ: ‘বাংলা ভাগ নয়, আমরা একসঙ্গে থাকতে চাই’, এই দাবিতে বুধবার রায়গঞ্জের (Raiganj) ঘড়ি মোড় সংলগ্ন রবীন্দ্র মূর্তির পাদদেশে বাংলা পক্ষের তরফে বিক্ষোভ ও পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা বাংলা পক্ষের সম্পাদক শুভঙ্কর ঘোষ, নীলাদ্রি ভৌমিক প্রমুখ। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হন সংগঠনের সদস্যরা। তাঁরা দাবি জানান, বাংলায় উন্নতি হোক সমানভাবে। দক্ষিণবঙ্গের যেভাবে উন্নতি হচ্ছে উত্তরবঙ্গের সেভাবে উন্নতি করা হোক। পাশাপাশি অবাঙালি ছেলেমেয়েদের নয় বাঙালি ছেলেমেয়েদের এই বাংলায় সুযোগ সুবিধা বেশি দেওয়ার দাবিও জানান তাঁরা। বিহারের চেয়ে বাংলা কেন্দ্রকে রাজস্ব বেশি দেওয়া সত্ত্বেও বিহারের মতো কেন বাংলাতেও দুটো এইমস হবে না এই প্রশ্ন তোলেন গর্গ।
আরও পড়ুন: Kaliaganj News | কালিয়াগঞ্জ থানায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আদি কালীমাতার পুজো