শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ শিলিগুড়ি মহাবীরস্থানে পথ অবরোধ করল ব্যবসায়ীরা। জানা গিয়েছে, প্রতিদিন দোকানের সামনে আবর্জনা ফেলে রাখা হয়। দীর্ঘক্ষণ পর সেই আবর্জনা পরিষ্কার করতে আসায় সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এই বিষয়ে একাধিকবার পুরনিগমকে জানানো সত্বেও কোনো কাজ হয়নি। তাই এরই প্রতিবাদে শনিবার পথ অবরোধ করে ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরনিগমের তরফেও সেই আবর্জনা সরানোর ব্যবস্থা করা হলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
- Advertisement -