রতুয়া: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পথ অবরোধ, খারাপ ভাষা ব্যবহার করায় তাঁকে ক্ষমা চাওয়ার দাবি, গ্রামে ঢোকার রাস্তা পাকা করার দাবি। সবকিছু নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন নির্বাচনি বুথের পোলিং এজেন্ট প্রশান্ত মণ্ডল। তারই ফলস্বরূপ বাড়ি থেকে বাজার যাওয়ার পথে হামলার শিকার হন তিনি। এই খবর চাউর হতেই আরও একবার শোরগোল পড়ে যায় রতুয়া-১ ব্লকের দেবীপুর পঞ্চায়েতের বাণীকান্তটোলা গ্রামে। স্থানীয়রা আহতকে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খানিক সুস্থ হতেই রতুয়া থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি কিছুই জানাতে চাননি। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
রতুয়া-ভালুকা রাজ্য সড়কের দুর্গাপুর থেকে বাণীকান্তটোলা গ্রামটি প্রায় এক কিলোমিটার ভিতরে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় দেবীপুর পঞ্চায়েত আর বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত তাঁরা গ্রামেরই প্রশান্ত মণ্ডলের দ্বারস্থ হন। গ্রামবাসীদের স্বার্থে প্রশান্তবাবু বিধায়ককে ফোন করে রাস্তার আর্জি জানান। কিন্তু রাস্তা পাকা করার আশ্বাস দেওয়া তো দূরের কথা, ফোনে অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করে ফোন কেটে দেন সমরবাবু। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষজন। তারপরই তাঁরা দুর্গাপুর বাসস্ট্যান্ডে পথ অবরোধ করেন। তারপরই হামলার ঘটনাটি ঘটে।
প্রশান্ত মণ্ডল জানান, রাস্তার দাবিতে পথ অবরোধ করায় বিধায়ক সমর মুখপাধ্যায় আমাকে হুমকি দিয়েছিল। অবরোধের পর সে রতন তিওয়ারি নামে তারই এক সঙ্গীকে গ্রামে পাঠায়। রতন ও অন্যান্যরা মিলে পিছন থেকে আমার মাথায় লোহার কোনও জিনিস দিয়ে আঘাত করে।