বেজিং: চিনের (Chaina) কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভের আঁচ ছড়াল দেশজুড়ে। কোভিড সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় চিনের বিভিন্ন এলাকায় ফের লকডাউন শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে দীর্ঘ নিভৃতবাস এবং কোভিড পরীক্ষার কড়াকড়ি। সরকারি নীতির প্রতিবাদে রবিবার বেজিং এবং শাংহাইয়ে পথে নেমেছিলেন বহু মানুষ। জিনপিং সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।
গতকাল বেজিংয়ে একটি নদীর ধারে প্রতিবাদ জানাতে থাকান বহু মানুষ। দীর্ঘক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান। বিক্ষোভ দেখা যায় শাংহাইতেও। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ‘শি জিনপিং, ইস্তফা দাও’ বলে স্লোগান তুলতে শোনা যায়। শনিবার গভীর রাত থেকে শাংহাইয়ের রাস্তায় জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। রবিবার সকালে তাঁদের সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, চিনে করোনা পরিস্থিতি ফের খারাপ হচ্ছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা নিয়ে চিন্তায় সরকারও।
আরও পড়ুন: Washington | বিদ্যুতের তারে ভেঙে পড়ল বিমান! অন্ধকার শহরের বিস্তীর্ণ এলাকায়