বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার (Birpara) লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ তৈরির দাবির পাশাপাশি জনবহুল এলাকা থেকে ডলোমাইট ওঠানামার প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সোমবার রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এদিন বেলা ১২টা নাগাদ স্থানীয়রা লেভেল ক্রসিংয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পথ অবরোধও করা হয়। ঘটনাস্থলে হাজির হন আরপিএফ-এর হাসিমারার ওসি সুশীলকুমার মণ্ডল ও আলিপুরদুয়ারের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার দীপককুমার চৌধুরী। ওভারব্রিজ তৈরির দাবির পাশাপাশি ঘন জনবসতিপূর্ণ এলাকায় দলগাঁও রেলস্টেশন চত্বরে বছরের পর বছর ধরে ওয়াগনে ডলোমাইট ওঠানামায় তাঁদের জীবন কীভাবে দুর্বিষহ হয়ে উঠেছে তা দেখাতে ডলোমাইট সাইডিংয়ে রেলের আধিকারিকদের হাঁটিয়ে নিয়ে যান ক্ষুব্ধ বাসিন্দারা। দেখা যায়, ডলোমাইটের ওয়াগনের ওপর জল ছিটানো হচ্ছে। তবে অমল বকশি, মহম্মদ ইসলাম সহ অনেকেই রেল আধিকারিকদের কাছে নালিশ জানান, অন্যান্য দিন জল ছিটানো হয় না। সোমবার রেলের আধিকারিকদের দেখে জল ছিটানো শুরু হয়।
প্রসঙ্গত, ভুটান থেকে ট্রাক ডাম্পারে ডলোমাইট এনে নামানো হয় বীরপাড়ার দলগাঁও রেলস্টেশন চত্বরে। সেখান থেকে ওয়াগনে বোঝাই করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় ডলোমাইট। সারাদিন কয়েকশো ট্রাক ডাম্পার চলাচলে বীরপাড়ায় যানজট চরমে ওঠে। পাশাপাশি রেলস্টেশন চত্বর থেকে সারাদিন উড়তে থাকে ডলোমাইটের গুঁড়ো। এতে তাঁরা নানা রোগব্যাধিতে ভুগছেন বলে রেল আধিকারিকদের কাছে এদিনও নালিশ জানান স্থানীয়রা।
পরে সাংবাদিক বৈঠকে ডলোমাইট ওঠানামার কাজের জায়গাটি শিশুবাড়ি লাগোয়া মুজনাই রেলস্টেশন সংলগ্ন এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান দীপককুমার চৌধুরী। উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের বক্তব্য, মুজনাই রেলস্টেশন চত্বরের অবৈধ দখলদারদের সরানো হয়েছে। ওই জমিতে কিছুদিনের মধ্যেই ডলোমাইট ওঠানামার কাজ শুরু করা হবে। এদিকে, শিশুবাড়ি লাগোয়া মুজনাই রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাঁরা কিছুতেই ডলোমাইট ওঠানামার কারবার করতে দেবেন না বলে সাফ জানিয়ে আগেভাগেই আন্দোলন শুরু করেছেন শিশুবাড়ির বাসিন্দারা।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।