নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) ‘আহির রেজিমেন্ট’ তৈরির দাবিতে বিক্ষোভ। বুধবার এই দাবিতে গুরগাঁওয়ের খেরকি দৌলা টোলপ্লাজা থেকে বিশাল মিছিল বের করেন আহির সম্প্রদায়ের সদস্যরা। এই মিছিলের জেরে দিল্লি-গুরগাঁও হাইওয়েতে যানজটের আশঙ্কায় আগে থেকেই পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি থেকে ভারতীয় সেনাবাহিনীতে ‘আহির রেজিমেন্ট’ তৈরির দাবিতে গুরগাঁওয়ের খেরকি দৌলা টোলপ্লাজার কাছে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আহির সম্প্রদায়ের সদস্যরা। এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব।
আরও পড়ুন : ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত, জনসনকে জানালেন মোদি