ডালখোলা: মহিলা স্বর্ণজয়ন্তী দলকে ১৩ নম্বর উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে মহিলা সংঘ সমবায়কে সেলাই মেশিন প্রদান করা হল। বুধবার করণদিঘি ব্লকের ডালখোলা ১ রানীগঞ্জ, বাজারগাও ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সংঘ সমবায়কে প্রায় ১১ লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে মোট ১৫১টি সেলাই মেশিন প্রদান করা হয়।
জেলা পরিষদের সদস্য ভবেন ঘোষ জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন গ্রামের মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডার সহ জয় বাংলা, জয় জোহার মাতৃত্বকালীন সুযোগ সুবিধার পাশাপাশি এবার জেলা পরিষদের উদ্যোগে সংঘের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডালখোলা ১ গ্রাম পঞ্চায়েতের স্বর্ণ জয়ন্তী দলের সম্পাদিকা নিরুপমা বিশ্বাস বলেন, ‘মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। তার ফলে মহিলারা উপকৃত হবেন।‘ এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন করণদিঘি ব্লক নারী উন্নয়ন আধিকারিক পিয়ালি সরকার, উত্তর দিনাজপুর জেলা কারিগরি দপ্তরের আধিকারিক নিত্যানন্দ বিশ্বাস, ডালখোলা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমিলা বিশ্বাস সহ অন্যান্যরা।