রায়গঞ্জ: রায়গঞ্জ(Raiganj) বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকের সম্পাদনায় প্রকাশিত ‘ইন সার্চ অফ ইকুয়ালিটি’ নামক গবেষণামূলক গ্রন্থ উদ্বোধন করা হল। উদ্বোধন করেন উপাচার্য সঞ্চারীরায় মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার দুর্লভ সরকার, অধ্যাপক অনিরুদ্ধ দাস, ডিন দীপক কুমার রায় সহ অন্যান্য অধ্যাপকেরা। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রিসার্চ স্কলারদের কর্মশালায় আলোচিত ভারতের আর্থ, সামাজিক বিষয়গুলি এই গ্রন্থে তুলে ধরেছেন তিন অধ্যাপক। ভারতের সংবিধান, সমতা, জাতি বৈষম্য, মজুরি বৈষম্য সহ বিভিন্ন বিষয়গুলি আগামী প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরা হয়েছে।
উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক দীপক কুমার রায়, অনিরুদ্ধ দাস ও স্বপন কুমার পাইন এই গ্রন্থটি সম্পাদনা করেছেন। এই গবেষণামূলক গ্রন্থটি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চার অর্থানুকূল্যে প্রকাশিত হয়েছে। আগামীদিনে গবেষকদের গবেষণার কাজে লাগবে।’