চালসা: আন্তর্জাতিক চা দিবসে চা বাগানের ফ্যাক্টরির গেটে পুজো দেওয়া হল। উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠন এই উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সংগঠনের যুবক যুবতীরা মিলিতভাবে ওই কর্মসূচি করে। এদিন মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগান সংগঠনের তরফে একটি সভা করা হয়। সভার পর বাগানের ফ্যাক্টরির গেটে ধূপকাঠি ও পুষ্প দিয়ে পুজো করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আনন্দ রাই বলেন, ‘চা বাগানের শ্রমিকদের জন্য বাগানের ফ্যাক্টরি মন্দির স্বরূপ।
ফ্যাক্টরিতে চা তৈরি করে তা বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হয়। আজ আন্তর্জাতিক চা দিবসে তাই ফ্যাক্টরিকে পুজো করা হল। এছাড়াও সংগঠনের তরফে চা বাগান শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদান, জমির পাট্টা প্রদানের দাবির ভিত্তিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করা হচ্ছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের তরফে কার্তিক মাঝি, পূজা মানকি মুন্ডা, সপ্না ওঁরাও সহ বাগানের যুবক যুবতীরা। এদিন বিভিন্ন দাবির ভিত্তিতে ছিল ব্যানারও।