পুরী, ১৯ মার্চঃ করোনা আতঙ্কে বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির। শুক্রবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র সেবাইতদের প্রবেশাধিকার থাকবে। নিত্যপূজার জন্য তাঁরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
প্রশাসনের তরফেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্দির সংলগ্ন হোটেলগুলি দু’দিনের মধ্যে খালি করে দেওয়ার জন্য এবং আপাতত পুরী সফর থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনা আতঙ্কে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমস্ত ধর্মীয়, দর্শনীয় স্থান বন্ধ করা হচ্ছে। জনগণকে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪জনের। বৃহস্পতিবার পঞ্জাবের নয়া শহরে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ব্যক্তি জার্মানি থেকে ইতালি হয়ে দেশে ফিরেছিলেন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২।