ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন(russia-ukraine) যুদ্ধ(war) পরিস্থিতির মধ্যে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পড়লেন বিপাকে। কার্যত রাশিয়ার প্রেসিডেন্টের পরামর্শদাতা অ্যানাতলি ছুবেইস ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। এবং উল্লেখযোগ্য ভাবে জানা গিয়েছে, কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই তিনি এই ইস্তফা দিয়েছেন। জানা গিয়েছে পুতিনের পরামর্শদাতা ইস্তফা দেওয়ার পর দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। অন্যদিকে এই ইস্তফা নিয়ে এখনো পর্যন্ত প্রেসিডেন্টের তরফ থেকে দিমিত্রি পেসকভ কিছু জানাননি আনুষ্ঠানিকভাবে। কার্যত অ্যানাতলি ছুবেইসকে আধুনিক রাশিয়ার কারিগর হিসেবে ধরা হয়। তাঁর সময় থেকেই রাশিয়ায় উদারীকরণ শুরু হয়েছে। এরকম একজন পরামর্শদাতার রাশিয়ার প্রেসিডেন্টের পাশ থেকে সরে যাওয়া অত্যন্ত অস্বস্তিজনক বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ রাশিয়ার পাশে দাঁড়ালো চীন