মস্কো: কমিউনিস্ট চিন থেকে আমদানি করোনা ভাইরাসের কারণে দিশেহারা বিশ্ব৷ সামরিক ক্ষেত্রে প্রভাবশালী রাশিয়াও করোনা মোকাবিলায় কোন দিশা খুঁজে পাচ্ছে না৷ রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়া পুতিনের দেশ করোনা মোকাবিলা এবার থাবা বসাল সামরিক বাজেটে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন সামরিক বাজেট ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীকে নামানোর কথা ঘোষণা করলেন৷
রাশিয়ায় করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন। রাশিয়া জুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ বৈশ্বিক মহামারী প্রতিরোধে সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দেন।
সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, “আগামী কয়েকদিনের পরিস্থিতি আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে৷ স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রতিদিন এই সংক্রান্ত আপডেট জনগণকে জানিয়ে দিতে হবে।” তিনি আরও বলেন, “করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের উদাসীনতা প্রদর্শনের কোনো সুযোগ নেই৷ কোথাও চিকিৎসাসেবার ঘাটতি চোখে পড়লে সেটাকে আমি ‘দায়িত্ব পালনে অবহেলা’ হিসেবে গণ্য করব।”
পুতিন দেশে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে। রাজধানী মস্কোসহ বড় শহরগুলোতে জরুরি প্রয়োজনে অনলাইনে সিটি কর্পোরেশনের অনুমতি গ্রহণ করে বাইরে বের হতে বলা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল, সোমবার রাশিয়ায় আরো দুই হাজার ৫৫৮ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তার ফলে এখনও পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ১৪৮ জনের প্রাণহানি হয়েছে পুতিনের দেশে৷