মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা শহরের ৯ নম্বর ওয়ার্ড পঞ্চানন পাড়া ১৬ রাজ্য সড়ক লাগোয়া একটি জলাশয়ের ধার থেকে উদ্ধার হল অজগর। সোমবার ওই এলাকার বাসিন্দাদের চেষ্টায় অজগরটি (Python) ধরা পড়ে। এরপর বন বিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে খবর দেওয়া হলে মফিজুল বাজিগরকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি এসে অজগরটিকে সেখান থেকে উদ্ধার করে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যান। বন বিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসার সজল পাল জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ফুট। বন বিভাগের কোচবিহারের ডিএফও অ্যাঞ্জেলা পি ভুটিয়ার নির্দেশ মতো সেটিকে পাতলাখাওয়া বা তেকুনিয়ার বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা কমলেন্দু বর্মন জানান, এদিন একটি অজগর উদ্ধার হলেও আরও কমপক্ষে দু-তিনটি অজগর সেখানে রয়েছে। এলাকার বাসিন্দারা অজগরের কারণে আতঙ্কে রয়েছে। তাই বন দপ্তরের কাছে আমাদের অনুরোধ, জলাশয় থেকে অজগরগুলি উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ২৫টি মোবাইল প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ