চালসা: সাতসকালে মূর্তি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে অজগর উদ্ধার করা হল। রবিবার রিসর্টের কর্মীরা অজগরটিকে রিসর্টের ভিতরে একটি ঝোপের মধ্যে দেখতে পায়। অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে কর্মীরা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে এলাকায়। এরপর সংলগ্ন মূর্তি বিট অফিস থেকে বনকর্মীরা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। পানঝোরা জঙ্গল থেকে অজগরটি এসেছে বলে বাসিন্দাদের অনুমান। অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর।
আরও পড়ুন : জলাধারের মধ্যে বাঁধ দিয়ে সরকারি জমি বিক্রি, কাঠগড়ায় শাসকদল