উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: অতিমারি করোনার চোখ রাঙানিতে ফের একবার রাজ্যজুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বিধিনিষেধের গেরোয় একদিকে যেমন রাজ্য়ের সমস্ত পর্যটন কেন্দ্রে তালা ঝুলেছে, উলটোদিকে একাধিক অনুষ্ঠানের আয়োজনে জারি হয়েছে বিধিনিষেধ। এই পরিস্থতিতে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ কি আয়োজন হবে বইমেলা? নাকি শেষ মুহূর্তে থমকে যাবে সমস্ত আয়োজন। এই প্রশ্নই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ালেও বইমেলার আয়োজক থেকে শুরু করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড অবশ্য অনিশ্চয়তার কথা বলতে নারাজ। গিল্ডের কর্তারা অবশ্য় আশাবাদী নির্ধারিত দিনেই বইমেলার আয়োজন হবে। সেক্ষেত্রে সকলেই রাজ্য সরকারের নির্দেশিকার পথ চেয়ে রয়েছেন।
সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে চলতি মাসের ৩১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। ঘোষণা হয়েছিল ২০২১ সালের নভেম্বর মাসেই। এরপর থেকেই করোনা বিধিনিষেধ মেনে বইমেলার আয়োজনের প্রস্তুতি শুরু করেছে গিল্ড। স্টলের আয়তন কমিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে, তৈরি হয়েছে বইমেলার ম্যাপ। স্টল বন্টন প্রক্রিয়াও শুরু হয়েছে।
পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, রাজ্যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে অনিশ্চয়তার কিছু নেই। তিনি জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্য সরকার যেভাবে বলবে, সেভাবেই বইমেলা হবে। অন্য়দিকে, একপ্রকার আত্মবিশ্বাসী হয়েই তিনি বলেন, ৪৫তম বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশকেও প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে।