মুম্বই: অবশেষে অবসান হল দীর্ঘ অপেক্ষার। চলতি বছর ঈদেই মুক্তি পাচ্ছে সলমনের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ১৩ মে মুক্তি পাবে ছবিটি।
Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine…….#RadheOn13thMay #2MonthsToRadhe@bindasbhidu @DishPatani @RandeepHooda @PDdancing @SKFilmsOfficial @ZeeStudios_ @SohailKhan @atulreellife @ReelLifeProdn @ZeeMusicCompany pic.twitter.com/mvBxUJPSFp
— Salman Khan (@BeingSalmanKhan) March 13, 2021
শনিবার মুক্তি পায় এই ছবির প্রথম পোস্টার। সলমন নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে ছবি মুক্তির কথা সকলকে জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন ‘কথা দিয়েছিলাম, ঈদেই আসব..কারণ একবার আমি যখন…’।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভু দেবা। সলমনের নায়িকার ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা ও জ্যাকি শ্রফের মতো অভিনেতারা।