ডিজিটাল ডেস্ক : বিস্ফোরক অভিযোগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের(Rabindra Bharati University) সহ উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তিনি জানিয়েছেন, কোভিডের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যদিও তারপর করোনার জন্য পরীক্ষা নেওয়া হয়নি। কিন্তু গত মে মাসে বাইরের একটি এজেন্সিকে দিয়ে পরীক্ষা নেওয়ায় বিশ্ববিদ্যালয়। তার ফল এখনো প্রকাশ হয়নি। কিন্তু সহ উপাচার্য অভিযোগ করেছেন, ফল প্রকাশের আগেই ছাত্রদের একটা অংশ ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে তাদের লোকজনকে শিক্ষা কর্মী পদে নিয়োগ করতে হবে বলে। সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, শাসকদলের ঘনিষ্টরাই এহেন কাজ করে চলেছে। এই নিয়ে সহ উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জুন ও জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছিলেন বলে জানান। কিন্তু তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় এবার তিনি নিজেই কাজ ছাড়তে চাইছেন বলে জানা যাচ্ছে। ভারতী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের এহেন অভিযোগ সামনে আসা মাত্রই শুরু হয়েছে জোরদার সমালোচনা।
কলেজ হোস্টেলে দরজা ভাঙতেই মিলল ছাত্রের মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের
ডিজিটাল ডেস্ক : পুরুলিয়া (Purulia) ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, পুরুলিয়ার জয়পুরে রামকৃষ্ণ মাহাতো ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেক্ট্রিক্যাল...
Read more