ময়নাগুড়ি: ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থলে যান তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী। পরিদর্শনে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে পাঠানো হয়।
এদিন সাতসকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিকে, ঘটনাস্থল ঘুরে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তাঁর সঙ্গে ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তারাও। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর রেলমন্ত্রী জানান, ট্র্যাকের কোনও গণ্ডগোল ছিল না। আচমকাই যান্ত্রীক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনা। ঘটনার বিস্তারিত তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, আহতদের দেখতে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালের পথে রেলমন্ত্রী।
বৃহস্পতিবার ময়নাগুড়ি-দোমহনি স্টেশনের মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বিকানের থেকে গুয়াহাটি যাওয়ার সময় আপ গুয়াহাটি-বিকানির এক্সপ্রেস (১৫৬৩৩) লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী।