গাজোল: পথ কুকুরদের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এগিয়ে এল উজ্জল, রুপম, তপতী, জয়ন্ত’র মতো এক ঝাঁক তরুণ-তরুণী। রাতে চালকদের দৃষ্টি আকর্ষণের জন্য পথ কুকুরদের গলায় তারা পরিয়ে দিচ্ছে রেডিয়ামের বেল্ট। আলো পড়লেই বহুদূর থেকে চালকরা দেখতে পাবেন কুকুরদের। যার ফলে বেশ কিছুদূরে থাকতেই গাড়ির গতি কমাতে পারবেন তাঁরা। আর এর ফলে দুর্ঘটনার হাত থেকে বাঁচবে বহু কুকুর। গাজোলের পশুপ্রেমী সংগঠন দি এঞ্জেল পজ-এর পক্ষ থেকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার পথ কুকুরদের গলায় পরানো হচ্ছে এই বেল্ট। সংগঠনের সম্পাদিকা তপতী বিশ্বাস জানালেন, প্রথম পর্বে শহর এলাকার কুকুরদের গলায় এই বেল্ট পরানো হচ্ছে। ইতিমধ্যে ৫০টি কুকুরের গলায় বেল্ট পরানো হয়েছে।
আরও পড়ুনঃ বিরল প্রজাতির ৬৫০টি কচ্ছপ উদ্ধার