মেলবোর্ন : আর মাত্র একটা জয়।
২১তম মেজর এবং রাফায়েল নাদালের মাঝে এখন শুধু ড্যানিল মেদভেদেভ। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মাতেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে উড়িয়ে দিলেন স্প্যানিশ মায়েস্ত্রো। বয়সে এক দশকের ছোট প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে তিন ঘণ্টারও কম সময় নিলেন। অন্য সেমিফাইনালে স্টেফানোস সিসিপাসকে ৭-৬(৫), ৪-৬, ৬-৪, ৬-১ সেটে হারালেন বিশ্বের ২ নম্বর মেদভেদেভ। আড়াই ঘণ্টায় ম্যাচ শেষ করে টানা দ্বিতীয়বার মেলবোর্নে ফাইনালের টিকিট পেলেন এই রাশিয়ান।
চোটের জন্য গত বছরের একটা বড় সময় কোর্টের বাইরে কাটাতে হয়েছে নাদালকে। খেলতে পারেননি উইম্বলডন, ইউএস ওপেন এবং অলিম্পিকের মতো বড় আসরে। যার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে, পাঁচ নম্বরে নেমে গিয়েছেন। তবে নতুন বছরে যেন অন্য রূপে দেখা দিয়েছেন। লম্বা লড়াইয়ে বয়সে ছোট প্রতিপক্ষকে অনায়াসে টক্কর দিচ্ছেন। এদিন ম্যাচ শেষে ৩৫ বছরের নাদাল বললেন, সত্যিই, এই প্রত্যাবর্তন আমার কাছেও রহস্য। কেরিয়ারের বাকি সময়ে এটা আমাকে অবাক করবে। তবে আমি খুশি। গত তিন সপ্তাহ টেনিসের সর্বোচ্চ পর্যায়ে লড়ছি। এখনও এই পর্যায়ে খেলার ক্ষমতা আমার রয়েছে, সেটা অবাক করার মতোই। মেলবোর্নে অজি ওপেনের প্রস্তুতি ইভেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল।
গত অগাস্টের পর এবছর জানুয়ারিতে কোর্টে ফিরলেও নিজের প্রস্তুতিতে ফাঁকি দেননি ২০০৯ অজি ওপেন জয়ী। তাঁর দাবি, এই সময়ে সুযোগ পেলেই অনুশীলন করেছি নয়তো জিমে কাটিয়েছি। তার সুফল পাচ্ছি এখন। চোটে নাজেহাল রজার ফেডেরার। টিকা বিতর্কে নোভাক জকোভিচের সামনে বন্ধ হচ্ছে একের পর এক মেজরের দরজা। ফলে তাঁদের আগে বিশ্বের প্রথম পুরুষ হিসেবে ২১টি মেজর জয়ের সুযোগ রয়েছে নাদালের সামনে। যদিও তাঁর বক্তব্য, আমার প্রত্যেকেই দুর্দান্ত। ফলে একটা খেতাব কম-বেশি হলে আমাদের মধ্যে তেমন পার্থক্য তৈরি হবে না। আমরা দারুণ একটা সময় কাটিয়েছি। আর আমাদের কীর্তি ভাঙা তো দূর, তার সমান কিছু করাটা প্রায় অসম্ভব বিষয়।
রবিবার জিতলে অবশ্য খেতাবের বিচারে বাকি দুজনকে পেছনে ফেলবেন নাদাল।
আরও পড়ুন : বড় ম্যাচে নিজেদের আন্ডারডগ বলছে লাল-হলুদ