প্যারিস, ১১ জুনঃ স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক থিমকে স্ট্রেট সেটে হারিয়ে রোঁলা গাঁরোয় ১১তম শিরোপা জিতে নিয়েছেন তিনি। আর সেই ফাইনালে তিনি যে ঘড়ি পরে খেলতে নেমেছিলেন তার দাম জাননে কত? শুনলে চমকে যাবেন। ফাইনালে নাদালের হাতে হলুদ ও লাল রঙের মিশেলে তৈরি যে ঘড়িটি ছিল তার দাম ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৮৮ লক্ষ ৯৭ হাজার ৬২৫ টাকা (৭২৫,০০০ ডলার)।
- Advertisement -
এই ঘড়িটি তৈরি করেছে সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিচার্ড মিলি। মডেল নম্বর আরএম২৭-০৩এস। ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কয়েকদিন আগে তারা মাত্র ৫০টি ঘড়ি বাজারে আনে।