উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে জয়ী হলেন স্পেনের রাফায়েল নাদাল। এদিন ফাইনালে পাঁচ সেটে তিনি হারালেন তাঁর প্রতিদ্বন্দ্বী রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে। রাফাল ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪,৭-৫ সেটে হারিয়ে দেন মেদভেদেভকে। এই জয়ের মাধ্যমে ২১ বার গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড করলেন তিনি। গ্র্যান্ড স্লাম জেতার সংখ্যায় রজার ফেডেরার ও নোভাক জকোভিচকে পিছনে ফেলে দিলেন নাদাল। এই দুজনের জেতা গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা দাঁড়িয়ে সেই ২০-তেই। এবার অভিজ্ঞ নাদাল ও তরুণ মেদভেদেভের লড়াই দেখার জন্য মুখিযে ছিল সারা বিশ্ব। এমনিতে অন্যতম ফেবারিট সার্বিয়ান নোভাক জকোভিচ বিতর্কে জড়িয়ে টুর্নামেন্ট খেলার সুযোগ না পাওয়ায় অনেকটাই এগিয়ে ছিলেন ৩৫ বছরের নাদাল। তবুও প্রথম সেটে দাপট দেখিয়ে জিতে নেন রুশ তারকা মেদভেদেভ। দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরে যান নাদাল। টেনিস বিশ্ব যখন মেদভেদেভের জয় নিয়ে নিশ্চিত হতে চলেছে তখনই খেলায় ফিরে আসেন নাদাল। বাকি তিন সেট জিতে নেন তিনি। প্রতিটি পয়েন্টের জন্য লড়াই হয়েছে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা শেষ হয়।
ওদলাবাড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল ম্যাচ পড়ুয়াদের
ওদলাবাড়ি: ফুটবল নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে ওদলাবাড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করে...
Read more