জঙ্গিপুর: স্কুলে বকাবকি করায় অভিমানে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্র! মৃতের নাম কাজি রহমান কবির (১৪)। তার বাড়ি রঘুনাথগঞ্জের বালিঘাটায়। রঘুনাথগঞ্জের ষষ্টিতলা ঘাট থেকে কবিরের দেহটি উদ্ধার হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কবির একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্কুলের বাস থেকে নেমে সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপে কবিরের স্কুলের ব্যাগ, পোশাক, জুতো মেলে। শুক্রবার রাতে ষষ্টিতলা ঘাট থেকে তার দেহটি উদ্ধার হয়।
পরিবারের দাবি, স্কুলে বাড়ির লোকেদের ডেকে কবিরকে বকাবকি করা হয়। পাশাপাশি, ১৫ দিনের জন্য তাকে স্কুলে না আসার কথাও বলা হয়। সেই অভিমানে কবির আত্মহত্যা করেছে বলে দাবি বাড়ির লোকেদের। একটি সুইসাইড নোটও মিলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন : ডিওয়াইএফআইয়ের সম্মেলন সফল করতে প্রচার