নয়াদিল্লি: ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র দপ্তরে পৌঁছোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সোমবারই চতুর্থ দফায় ইডির সামনে হাজির হয়েছিলেন তিনি। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি ফের তাঁকে তলব করেছে।
এদিকে, গতকালই কংগ্রেসের প্রবীণ নেতাদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশ যেভাবে কংগ্রেস সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, সে বিষয়টি রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। কেরলের ওয়ানাডের কংগ্রেস সাংসদ এখনও পর্যন্ত চার দিনে ইডি অফিসে ৪৩ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন। যেখানে তাঁকে একাধিক সেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ তাঁর বিবৃতি রেকর্ড করা হয়েছে। উল্লেখ্য, সোনিয়া গান্ধিকে ২৩ জুন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।