ডিজিটাল ডেস্ক : ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী দিল্লি (Delhi) কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ন্যাশনাল হেরাল্ড মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ ঘিরে। আজ নিয়ে পরপর তিনদিন রাহুল গান্ধিকে মুখোমুখি হতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। আর তার মধ্যেই এবার কংগ্রেসের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে আনা হল বিস্ফোরক অভিযোগ। কার্যত কংগ্রেস কর্মীদের অভিযোগ, কংগ্রেসের সদর দপ্তরে ঢুকে মারধর করেছে পুলিশ। প্রসঙ্গত, রাহুল গান্ধিকে ইডির জিজ্ঞাসাবাদের বিরোধিতায় কংগ্রেসের সদর দপ্তরের সামনে অধীর চৌধুরী, কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অজয় মাকেন, গৌরব গগৈয়ের মতন শীর্ষ নেতারা সত্যাগ্রহ কর্মসূচি পালন করছেন। সেই বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি (BJP) এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠছে যথারীতি। পুলিশের কংগ্রেস কার্যালয়ে ঢোকার বিষয়টিকে অধীর চৌধুরী গণতন্ত্রের হত্যা বলে অভিহিত করেছেন। অন্যদিকে জানা গিয়েছে, ইডি দপ্তরের বাইরেও ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। রাহুল গান্ধিকে ইডির ডেকে পাঠানো কংগ্রেস মোটেই মানতে পারছেনা। এক্ষেত্রে তাঁদের তরফ থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরা হচ্ছে।
আরও পড়ুন : আজ ফের ইডির জেরার মুখোমুখি রাহুল গান্ধি